অ্যাপ্লিকেশন উদ্ভাবক
এ. কে. এম তাজকির-উজ-জামান
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও আইসিটি) ও উপ-পরিচালক, স্থানীয় সরকার।(০০০০-০০)
মোবাইল নং: ০০০০০০০০০০০

আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ জেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম পু্লিশের দৈনন্দিন সেবা কার্যক্রম সুচারু রুপে পরিচালনার লক্ষ্যে ইতোপূর্বে নানাভাবে পদক্ষেপ নেয়া হয়। কিন্তু আশানুরুপ ফল না পাওয়ায় "গ্রামপুলিশ মনিটরিং সিস্টেম চাঁপাইনবাবগঞ্জ(GMSCN)"- এর উদ্ভাবন করার চিন্তা মাথায় আসে। তারই ধারাবাহিকতায় GMSCN নামক ওয়েব ও মোবাইল অ্যাপটি তৈরি করা হয়।

সহযোগিতায়
এস. এম. আশিস মোমতাজ
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রশিক্ষণে)(যোগদানের তারিখ : ০৮ এপ্রিল ২০১৯)
মোবাইল নং: ০১৩১৮৩২০১১০

আসসালামু আলাইকুম। "এ. কে. এম তাজকির-উজ-জামান" স্যারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গ্রামপুলিশ তদারকি অ্যাপ্লিকেশনটি তৈরির ক্ষেত্রে আমি সংস্লিষ্ট ডেভেলপারকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। এর আরও ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব বলে আশাবাদ ব্যক্ত করছি।

বাস্তবায়ন ও প্রয়োগ
মোঃ রুহুল আমিন শরিফ
সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা)(০১.০২.২০২২ হতে)
মোবাইল নং: ০১৮৪০৯৪০২৩৭

আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। কর্তৃপক্ষের নির্দেশে আমি অ্যাপের সীমাবদ্ধতা চিহ্ণিতকরণ ও সমস্যা সমাধান করার কাজ করেছি এবং সকল অংশীজনদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে বাস্তবিক প্রয়োগ নিশ্চিত করেছি।

অ্যাপ্লিকেশন ডেভেলপার
মোহা: আব্দুল মতিন (শাহিন)
সহ: অধ্যাপক, আইসিটি, শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ(২০০২- বর্তমান)
মোবাইল নং: ০১৭১৮৫৪২৮৪৮

আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ আইসিটি বিষয়ক কলেজ শিক্ষক হয়ে এরকম একটি অনলাইন অ্যাপ্লিকেশন তৈরির কথা চিন্তা করাটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। তবে আমার পরম শ্রদ্ধেয় এ. কে. এম তাজকির-উজ-জামান স্যার- এর স্বপ্ন পূরণের লক্ষ্যে এস. এম. আশিস মোমতাজ স্যারের সহযোগিতায় রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর অশেষ রহমতে অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছি। মোঃ রুহুল আমিন শরিফ স্যারের প্রচেষ্টায় এটি বাস্তবিক ব্যবহার উপযোগী হয়েছে। মানুষ ভূলের উর্দ্ধে নয় তাই অ্যাপ্লিকেশনটি যারা যারা ব্যবহার করবেন তারা ব্যবহারকালীন সময় কোন ত্রুটি লক্ষ্য করলে অনুগ্রহ পূর্বক আমাকে জানালে তা উন্নয়নের চেষ্টা করব ইনশাআল্লাহ।